 | আমি জানি এখন মেসেজ লিখলে তুমি কালকে দেখবা, তাই লিখতেছি। কারন দিনের বেলা ভয় পাবানা। তুমি জানো কিনা জানিনা, তবে খেয়াল করে দেখবা, তুমি যতবার কপালে টিপ পড়তে যাও ততবারই টিপটি সোজা থাকেনা, হয়তো ডানে বা বামে একপাশে একটু হলেও চলে যায়। তবুও বলি টিপ পড়ার সময় খেয়াল করে পড়বা। তোমার সিথি বরাবরা পড়বা। অর্থ্যাৎ বিয়ে হলে যে সিদুড় দেয়া হয় সে বরাবর। মাঝেমধ্যে চলা ফেরায় দিনে বা রাতে হঠাৎ তোমার মনে হয় তোমার পিছনে কারও ছায়া, কেউ এসে পড়ল কিনা, রাস্তায় হাটার সময় কেউ তোমার পিছন পিছন আসল কিনা, এগুলো একদম পাত্তা দিবানা, এমনকি পিছন ফিরে তাকাবাওনা। ভয়ের কিছু নেই, সব স্বাভাবিক হয়ে যাবে। সৃষ্টিকর্তাকে স্মরন করবা, সাহায্য চাইবা মনে মনে। আমার ওপর বিশ্বাস রেখো, তোমার এগুলো কোন সমস্যাইনা। খুবই সামান্য বিষয়। রাতে খাওয়ার পর জোটা পানি কখনো বাইরে ফেলবানা। কথাগুলো সবসময় মনে রাখবা। আর সবকিছু আমার কাছে শেয়ার করবা। আমিনা তোর আত্মার দোস্ত? তোর সমস্যা হলে আমি জানতেই পারি, এটা নিয়াও বেশী ভাববিনা, যে শ্রাবন এসব কিকরে জানে। তাই, সবকিছু স্বাভাবিকভাবে চলতে দিবি, মনের জোর কখনো কমাবিনা। ভাববি শ্রাবন আছে ও যতটুকু পারে আমাকে হেল্প করবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। প্রতিটি জনমে। তুই তাড়িয়ে দিলেও আমাকে যে আসতেই হবে, একেক জনমে একেক রূপে, তোকে উদ্ধারের জন্য। ঐ, এত গভীরের কথা বুঝবিনা, তাই বেশী ভাবিসনা। ভাল থাকিস দোস্ত.............. |
No comments:
Post a Comment